অর্গানিক মুয়েসলি ডুমুর -ডাঃ গ্রাম I Organic Muesli Fig-Dr Gram I 400 gm
৳ 710.00
ওটস নাকি মিউসলি, ওজন কমাতে সেরা কোনটি?
স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা ওজন নিয়ন্ত্রণে রাখতে ব্রেকফাস্টে সাধারণত এক বাটি ওটস কিংবা মিউসলি খেতে পছন্দ করেন। ওটস এবং মিউসলি উভয়ই অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য। এরা উভয়ই ফাইবার সমৃদ্ধ হওয়ায়, স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। তবে ওজন কমানোর ক্ষেত্রে, ওটস নাকি মিউসলি? কোনটি বেশি কার্যকর? এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন দেখা দেয়।
ওটস এবং মিউসলি উভয়ই স্বাস্থ্যকর হওয়া সত্বেও, দু’টির মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে।
তাই অবশ্যই জেনে নিন, ওজন কমানোর ক্ষেত্রে কোনটি বেশি উপযোগী।
ওটস কী?
ওটস হল এক ধরনের হোল-গ্রেইন ফুড, যা সাধারণত ব্রেকফাস্টে খাওয়া হয়ে থাকে। এটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। জল কিংবা দুধের সাথে ওটস ফুটিয়ে খাওয়া হয়। যারা ওজন কমানোর চেষ্টায় আছেন, বেশিরভাগ ক্ষেত্রে তারাই ব্রেকফাস্টে ওটস খেয়ে থাকেন। এর মধ্যে বিভিন্ন ফল মিশিয়েও খাওয়া হয়।
মিউসলি কী?
মিউসলি হল হোল-গ্রেইন, বীজ, শুকনো ফল এবং বাদামের সংমিশ্রণ। এটি প্রোটিন, ফাইবার এবং অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ, যা ওজন কমাতে সহায়তা করে। মিউসলি খুব স্বাস্থ্যকর ব্রেকফাস্ট।
ওটস এবং মিউসলি-এর মধ্যে পার্থক্য কী?
১) ওটস হল গ্লুটেন ফ্রী হোল গ্রেইন, যা ওটমিলের আকারে সর্বাধিক জনপ্রিয়। অন্যদিকে, মিউসলি হল বাদাম, শুকনো ফল, বীজ এবং ওটস-এর সংমিশ্রণ। বাজারের বেশিরভাগ মিউসলিতেই ওটস থাকে।
২) ওটস নিজেই মূল পুষ্টি, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ। তবে মিউসলিতে বিভিন্ন উপাদান থাকায়, এতে প্রোটিন ও পুষ্টির পরিমাণ বেশি। ওটসের বিপরীতে, মিউসলিতে সাধারণত আলাদা করে চিনি যুক্ত করা থাকে। তবে চিনি ছাড়া মিউসলি স্বাস্থ্যের ক্ষেত্রে বেশি ভাল।
৩) মিউসলিতে বিভিন্ন ধরনের উপাদান মিশ্রিত থাকায়, এর স্বাদে ভিন্নতা লক্ষ্য করা যায়। মুসেলি মূলত ব্র্যান ফ্লেকস বা কর্নফ্লেকস-এর মতো ওটস ও ফ্লেকস দিয়ে তৈরি। অপরদিকে, ওটস গ্রাস-এর রোলড সিড থেকে ওটস তৈরি হয়। মিউসলি বেশিরভাগ ক্ষেত্রেই ঠান্ডা খাওয়া হয়, যদিও আপনি রান্না করেও খেতে পারেন। তবে ওটমিল বা ওটস গরমই খাওয়া হয়।
ওজন কমানোর ক্ষেত্রে কোনটি বেশি উপযোগী?
মিউসলি এবং ওটসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। যদিও উভয়েই খুব স্বাস্থ্যকর এবং পুষ্টিকর, তবুও এদের মধ্যে লড়াইয়ে ওটস কিছুটা হলেও এগিয়ে। কারণ ওটসের মধ্যে আলাদা করে চিনি বা উপাদান যুক্ত থাকে না, যা ক্যালোরি বাড়াতে পারে। আর ওজন কমানোর ক্ষেত্রে, চিনির অনুপস্থিতি এবং ক্যালোরি পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, ওজন হ্রাসের জন্য স্বাস্থ্যকর ব্রেকফাস্ট হিসেবে ওটস ভাল কাজ করে, তবে ওটস এবং মিউসলি উভয়ই দুর্দান্ত বিকল্প।
🔴 ডাঃ গ্রাম অর্গানিক মুয়েসলি ডুমুর’এর মূল্য : ৫০০ গ্রাম ৭১০/- টাকা ।
Out of stock
Consists of oats, dried figs, raisins, sunflower seeds, pumpkin seeds, and almonds. Uses whole grains and high in dietary fiber, contains natural sweetness of the fructose in fruit, low in sucrose. With a relative proportion of nuts, it is high in protein, unlike most other breakfast cereals.
MAECENAS IACULIS
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
ADIPISCING CONVALLIS BULUM
- Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
- Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
- Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.
Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.
Reviews
There are no reviews yet.